Headline : জনাব মোঃ সহিদুল হক, সহকারী প্রকৌশলী, নবীগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ-এর পাসপোর্ট করার জন্য অনাপত্তি প্রদান।    ::::    ২০২৪-২৫ অর্থবছরে বর্ধিত কোটায় বেদে, অনগ্রসর ও হিজরা জনগোষ্ঠীর ভাতার অনলাইন আবেদন বিজ্ঞপ্তি    ::::    ২০২৪-২৫ অর্থবছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন বিজ্ঞপ্তি    ::::    পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারে এবং নিবন্ধিত পাঠাগারে বই প্রদানের আবেদন গ্রহণ ০৫/০৯/২০২৪খ্রি. পর্যন্ত।    ::::    নবীগঞ্জ জে.কে স্কুল পয়েন্টে নান্দনিক মুক্তিযোদ্ধা চত্ত্বরের নির্মাণ কাজ শুরু    ::::    ৭নং ওয়ার্ড ছালামতপুর ভূমিহীন এলাকার রাস্তা এবং নহরপুর মেইন রোড হতে নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আর সি সি উন্নয়ন।    ::::    নবীগঞ্জ পৌরসভার ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ    ::::   

পৌরসভার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম

পৌরসভার: শ্রেণী ‘ক‘ নবীগঞ্জ পৌরসভার অবস্থান: উত্তর অক্ষাংশ ২৪‘-৩৩“ থেকে ২৪‘-৩৪“ পুর্ব দ্রাঘিমাংশ ৯১-৩০ থেকে ৯১-৩২ আয়তন: ৯.৭০ বর্গ কিলোমিটার প্রতিষ্ঠাকাল: ২০ মার্চ ১৯৯৭ খ্রি. প্রতিষ্টাকালীন প্রশাসক: জনাব মো: নজরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ। প্রথম নির্বাচিত চেয়ারম্যান: জনাব মো: তোফাজ্জল ইসলাম চৌধুরী, বর্তমান নির্বাচিত মেয়র-জনাব আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। ওয়ার্ড: ৯টি, মহল্লা/এলাকা: ২০টি জনসংখ্যা: ৩৫২৭৫, পুরুষ:১৭৪৫৫, মহিলা: ১৭৮২০, ভোটার: মোট ১৮৭৭৭, ব্যাংক ১৫টি, ডাকঘর ১টি, টেলিফোন এক্সচেন্জ: বিটিসিএল-১টি, বিআরটিএ-১টি, খাদ্য গুদাম:১টি, ডাক বাংলো: ১টি, কমিউনিটি সেন্টার:৩টি, মাধ্যমিক বিদ্যালয়: ৬টি, প্রাথমিক বিদ্যালয় ১০টি, কিন্ডার গার্টেন: ৬টি, মাদরাসা: ৯টি, মসজিদ: ২৮টি, আখড়া: ৬টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান:৩টি, মিল কারখানা:১৫টি, পত্রিকা ২টি, দৈনিক বিবিয়ানা ও দৈনিক হবিগঞ্জ সময়। পৌরসভার রাস্তার তথ্য: (ক) পাকা রাস্তা: ৪৫.২৫ কি.মি. (খ) এইচ.বি.বি/ইটচলিং রাস্তা: ৫.১০ কি.মি (গ) কাঁচা রাস্তা: ৩.৯৮ কি.মি. পৌরসভার মোট ড্রেনের পরিমাণ: (ক) পাকা ড্রেন: ৬. ৪ কি.মি. (খ) কাঁচা ড্রেন: ৭.১৫ কি. মি. পৌরসভার মোট স্ট্রীট লাইটের পিরমান: ৬০০টি, ব্রীজ: ১৫টি, কালভার্ট: ৪৫টি, যন্ত্রপাতি ও যানবাহন: মোটর সাইকলে-০১টি, ট্রাক:০৩টি, রোড রোলার:৩টি, ২টি (৬-৮টন), ১টি(৩টন), বাইসাইকেল ২টি, কম্পিউটার: ৯টি, স্কিড লোডার-১টি, পাজেরো স্পোর্ট জীপ গাড়ী-১টি।

 


অফিস নোটিশ/যোগাযোগ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী